ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের সমর্থকদের জন্য খারাপ লাগছে গাভাস্কারের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
বাংলাদেশের সমর্থকদের জন্য খারাপ লাগছে গাভাস্কারের সুনীল গাভাস্কার/ছবি: সংগৃহীত

কলকাতা টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুর ৫০ মিনিট পার না হতেই হেরে গেছে বাংলাদেশ। কিন্তু দিনের খেলা শুরুর আগেই এমন কিছু হবে বলে মত দিয়েছিলেন কিংবদন্তি সুনীল গাভাস্কার। পিচ রিপোর্ট করতে গিয়ে বাংলাদেশের এই দলকে ‘অর্ডিনারি’ তকমা দিয়ে তিনি দলটির সমর্থকদের জন্য তার খারাপ লাগার কথাও জানান।

ঐতিহাসিক দিবারাত্রির টেস্টে স্বাগতিক ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ দল। দারুণ ব্যাটিং উইকেটেও হেরেছে ইনিংস ও ৪৬ রানের বড় ব্যবধানে।

তবে দ্বিতীয় দিনে ব্যাট হাতে কিছুটা প্রতিরোধ গড়েছিলেন মুশফিকুর রহিম। ফলে খেলা গড়ায় তৃতীয় দিনে। এদিন ভারতের বিপক্ষে লিড নিতে বাংলাদেশের দরকার ছিল ৯০ রানের। কিন্তু বাংলাদেশের দলটির আত্মবিশ্বাসের যে অবস্থা তাতে ম্যাচটা যে দ্রুতই শেষ হবে এমনটা আগেই বুঝতে পেরেছিলেন গাভাস্কার।

বাংলাদেশের টেস্ট দলটির নিবেদন ও টেকনিকের যা অবস্থা তাতে পিচ রিপোর্ট কোনো কাজে লাগবে না বলে জানিয়ে গাভাস্কার বলেন, “বাংলাদেশের এই দলটি ‘অর্ডিনারি’, তাদের ব্যাটসম্যানদের টেকনিক ‘অর্ডিনারি’। ফলে আগেভাগেই শেষ হবে ম্যাচ। ফলে পিচ রিপোর্টের আদতে কোনো প্রয়োজন নেই। ”

পরে ধারাভাষ্য দেওয়ার সময় বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের প্রতি সমবেদনা জানিয়ে গাভাস্কার বলেন, ‘বাংলাদেশের সমর্থকদের জন্য আমার খারাপ লাগছে, কারণ ক্রিকেটের প্রতি তাদের আবেগ অনেক বেশি। তারা তাদের দল, ক্রিকেটার যারা এই দুই টেস্টে তাদের জন্য কিছুই করতে পারেনি, তাদের অনেকে অনেক ভালোবাসে। ’

ভারতের জার্সিতে ৩৪টি টেস্ট সেঞ্চুরির মালিক আরও বলেন, ‘তারা (বাংলাদেশ দল) যে ভালো করেনি এটা এজন্য নয়। মূলত তাদের নিবেদনের ঘাটতি এজন্য দায়ী। অবশ্যই নিবেদন থাকতে হবে, তাড়না থাকতে হবে। দলের মধ্যে জেতার আগ্রহ থাকতে হবে। যেমনটা ভারতীয় দলের ক্ষেত্রে দেখা গেছে। ’

শুধু তাই না, দলের দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকেও একহাত নিয়েছেন ‘লিটল মাস্টার’, ‘বাংলাদেশ দলে দুজন সিনিয়র ক্রিকেটার আছে এবং তারা নতুন অধিনায়ককে (মুমিনুল) সহায়তা করার মতো কিছুই করেনি। তার কাছে দিয়ে বলো, এটা করো। দলে এমন কোনো কমিটমেন্ট দেখলাম না। সবমিলিয়ে এটা বেশ হতাশাজনক।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।