ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিজেদের ঝালিয়ে নিচ্ছে জাহানারা-সালমারা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
নিজেদের ঝালিয়ে নিচ্ছে জাহানারা-সালমারা ছবি: শোয়েব মিথুন

নেপালের কাঠমাণ্ডু ও পোখারায় আগামী ১ ডিসেম্বর শুরু হবে এসএ গেমসের ১৩তম আসর। আসন্ন এই মেগা ইভেন্টকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছে বাংলাদেশ নারী দল। বুধবার (২৭ নভেম্বর) নিজেদের মধ্যে ভাগ হয়ে ম্যাচ খেলেছে জাহানারা-সালমা-ফাহিমারা।

২৮টি ডিসিপ্লিনে ৮টি দেশের অ্যাথলেটরা একক, দ্বৈত ও দলগত বিভিন্ন ইভেন্টে লড়বে। এবারের আসরে প্রায় আট বছর পর ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হয়।

ছবি: শোয়েব মিথুনক্রিকেটে এবারের আসরে অংশ নেবে লাল-সবুজের মেয়েরা। পুরুষ অনূর্ধ্ব-২৩ দলও অংশ নেবে। বাংলাদেশে শেষ হওয়া ইমার্জিং এশিয়া কাপের রানার্সআপ অনূর্ধ্ব-২৩ দলই এই টুর্নামেন্টে খেলবে। সৌম্য-নাঈম-শান্তদের দেখা যাবে মেগা এই আসরে।

এদিকে, চোটের কারণে আবারও মাঠের বাইরে থাকতে হচ্ছে রুমানা আহমেদকে। তাকে ছাড়াই এসএ গেমসে খেলতে যাবে বাংলাদেশ নারী দল। হাঁটুর চোটের কারণে গত মাসে বিশ্বকাপ বাছাইয়ে খেলতে পারেননি। পরে পাকিস্তান সফরে গেলেও বাংলাদেশের সেরা এই অলরাউন্ডারকে ছাড়া এবার লাল-সবুজরা উড়াল দিতে যাচ্ছে।

ছবি: শোয়েব মিথুনবাংলাদেশকে নেতৃত্ব দেবেন নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক সালমা খাতুন।

টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে আছে ভারত, শ্রীলঙ্কা নেপাল ও ভুটান। ৭ দলের আসরে বাংলাদেশ ‘বি’ গ্রুপে খেলবে পাকিস্তান ও মালদ্বীপের বিপক্ষে।

নিজেদের প্রথম ম্যাচে রংশালা স্টেডিয়ামে ২ ডিসেম্বর বাংলাদেশ খেলতে নামবে মালদ্বীপের বিপক্ষে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ৫ ডিসেম্বর।

দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে সেমিফাইনালে। দুটি সেমি-ফাইনালই ৭ ডিসেম্বর আর ফাইনাল হবে ৯ ডিসেম্বর।

ছবি: শোয়েব মিথুনবাংলাদেশ দল: সালমা খাতুন (অধিনায়ক), নিগার সুলতানা, জাহানারা আলম, আয়েশা রহমান, ফারজানা হক, মুর্শিদা খাতুন, সানজিদা ইসলাম, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শামিমা সুলতানা, নাহিদা আক্তার, খাদিজা তুল কুবরা, রিতু মনি, পূজা চক্রবর্তী, রাবেয়া।

স্ট্যান্ড বাই: মিমতা হেনা হাসনাত, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিন, পান্না ঘোষ, শায়লা শারমিন।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।