ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দুই দিনে ২৭ উইকেটের পতন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
দুই দিনে ২৭ উইকেটের পতন ছবি: সংগৃহীত

উইন্ডিজ-আফগান একমাত্র টেস্টের প্রথম দুই দিনেই ম্যাচের ফল দেখা যাচ্ছে। জয়ের পাল্লা ঝুঁকে আছে উইন্ডিজদের দিকেই। দুই দিনে দুই দলের ২৭ উইকেটের পতন ঘটেছে।

ভারতের লুখনোতে প্রথম ইনিংসে আফগানরা ১৮৭ রানে গুটিয়ে যায়। নিজেদের প্রথম ইনিংসে ২৭৭ রানে অলআউট হয় উইন্ডিজ।

আর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আফগানরা ১০৯ রান তুলতেই হারিয়েছে ৭ উইকেট। দ্বিতীয় দিন শেষে আফগানরা লিড নিয়েছে ১৯ রান, হাতে আছে তিনটি উইকেট।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানরা। ওপেনার ইব্রাহিম জাদরান করেন ১৭ রান। আরেক ওপেনার জাভেদ আহমাদি ৩৯, ইহসানুল্লাহ ২৪, রহমত শাহ ৪, আসগর আফগান ৪, নাসির জামাল ২ রান করেন। এছাড়া, আফসার জাজাই ৩২, দলপতি রশিদ খান ১, আমির হামজা ৩৪, ইয়ামিন আহমাদজাই ১৮, জহির খান ০ রান করেন।

অফস্পিনার রাহকিম কর্নওয়াল ২৫.৩ ওভারে ৫ মেডেন নিয়ে ৭৫ রানের বিনিময়ে তুলে নেন সাতটি উইকেট। জেসন হোল্ডার দুটি আর ওয়ারিকান একটি করে উইকেট পান।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ক্যারিবীয়ানদের। ওপেনার কার্লোস ব্রাথওয়েইটকে ১১ রানে ফিরিয়ে দেন আমির হামজা। আর তিন নম্বরে নামা শাই হোপকে (৭) বিদায় করেন রশিদ খান। আরেক ওপেনার জন ক্যাম্পবেল ৫৫ আর শামরাহ ব্রুকস ১১১ রান করে দলকে টেনে নিয়ে চলেন।

এছাড়া, শিমরন হেটমায়ার ১৩, শেন ডরউইচ ৪২ আর জেসন হোল্ডার করেন ১১ রান। আফগানদের হয়ে ৫টি উইকেট তুলে নেন আমির হামজা। রশিদ খান তিনটি আর জহির খান দুটি করে উইকেট পান।

পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দুই আফগান ওপেনার তুলে নেন ৫৩ রান। ইব্রাহিম জাদরান ২৩ আর জাভেদ আহমাদি করেন ৬২ রান। মিডলঅর্ডারে আর কেউ রান না পেলে ৩৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৯ রান নিয়ে দিন শেষে করে রশিদ খানের দলটি।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।