মাশরাফি দ্বিতীয় দিনের মতো বল হাতে অনুশীলন করেছেন। তামিম ইকবালও ব্যাটিং ঝালিয়ে নিয়েছেন।
অনুশীলন শেষে রোববার (০১ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এনামুল হক বিজয়। তার কাছে মনে হয় এবারের ঢাকা প্লাটুনের দলটা বেশ শক্তিশালী হয়েছে। বিজয় বলেন, ‘আসলে আমাদের ঢাকা প্লাটুনের অসম্ভব দারুণ একটা টিম হয়েছে। দেশ সেরা ওপেনার তামিম ইকবাল আছেন, টেস্ট ক্যাপ্টেন মুমিনুল আছেন, মাশরাফি বিন মর্তুজার মতো এতো বড় একজন লিডার আছেন, সালাউদ্দিন স্যারের মতো কোচ আছেন, আছেন আফ্রিদি-থিসারা পেরেরা-ওয়াহাব রিয়াজ। আমার মনে হয় আমাদের কাছে ভালো একটা দল আছে যে টিমে খুব স্বাচ্ছন্দে খেলা যাবে, আমাদের মতো করে খেলা যাবে। আমার কাছে মনে হয়, ঢাকা ঢাকার মতোই টিম হয়েছে। ’
এবারে বিপিএল দিয়ে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্স বিবেচনা করা হবে। তাই বিজয় ব্যক্তিগতভাবে চেষ্টা করবেন সেই দলে যেন জায়গা করে নেন। সেই ব্যাপারে তিনি বলেন, ‘আমারও ব্যক্তিগত ভাবে অনেক পরিকল্পনা রয়েছে দলের জয়ে কিভাবে ভূমিকা রাখবো তা নিয়ে। এই বিপিএল দিয়েই কিন্তু জাতীয় দলে জায়গা করে নিয়েছিলাম। আবারও সেই চেষ্টা করবো যাতে এই বিপিএল দিয়ে পারফর্ম করে জাতীয় দলে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তৈরি হতে পারি। ’
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
আরএআর/ইউবি