ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সেঞ্চুরিয়ানে ডি ককের সেঞ্চুরির আক্ষেপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
সেঞ্চুরিয়ানে ডি ককের সেঞ্চুরির আক্ষেপ সেঞ্চুরিয়ানে ডি ককের সেঞ্চুরির আক্ষেপ

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে সেঞ্চুরিয়ানে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড। দুই দলের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিন শেষে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেট হারিয়ে তুলেছে ২৭৭ রান।

দলের হয়ে সর্বোচ্চ ৯৫ রান করেন কুইন্টন ডি কক। টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থাকতে আক্ষেপ নিয়েই ফেরেন তিনি।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ দলপতি জো রুট। ব্যাটিংয়ে নেমে প্রোটিয়া ওপেনার ডীন এলগার ইনিংসের প্রথম বলেই বিদায় নেন। আরেক ওপেনার এইডেন মার্কারাম করেন ২০ রান। তিন নম্বরে নামা জুবায়ের হামজা ৭২ বলে ছয়টি বাউন্ডারিতে ৩৯ রান করেন।

দলপতি ফাফ ডু প্লেসিস উইকেটে থিতু হয়েছিলেন ঠিকই, কিন্তু ৮০ বলে ২৯ রানের বেশি করতে পারেননি। অভিষিক্ত ভ্যান ডার ডুসেন করেন ৬ রান। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একপ্রান্তে অবিচল ছিলেন ডি কক। ১২৮ বলে ১৪টি বাউন্ডারিতে ৯৫ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি।

কেশব মহারাজ ৬ রানে বিদায় নেন। আরেক অভিষিক্ত ডোয়াইন প্রিটোরিয়াস ৪৫ বলে করেন ৩৩ রান। ভারনন ফিল্যান্ডার ৭৬ বলে ২৮ রান করে অপরাজিত আছেন। দিনের শেষ ওভারে বিদায় নেন কেগিসো রাবাদা (১২)।

ইংলিশ পেসার জেমস আন্ডারসন একটি, স্টুয়ার্ট ব্রড তিনটি, জোফরা আর্চার একটি, স্যাম কুরান চারটি করে উইকেট পান।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।