ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ক্রিকেট

ছিটকে গেলেন মার্করাম 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
ছিটকে গেলেন মার্করাম  এইডেন মার্করাম

আঙুলে চিড় ধরায় ইংল্যান্ডর বিপক্ষে চলমান সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার ওপেনিং ব্যাটসম্যান এইডেন মার্করাম। 

সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিনে চোট পান মার্করাম। আঙুলের এই চোটের কারণে চিকিৎসকের ছুরির নিচে যেতে হচ্ছে তাকে।

যার ফলে কমপক্ষে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই ব্যাটসম্যানকে।  

মার্করামের চোটের ব্যাপারে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান মেডিক্যাল অফিসার শোয়েব মাঞ্জরা বলেন, ‘এইডেন বাম আঙুলের জয়েন্টে চোট পেয়েছে। গতকাল বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শের পর এই সিদ্ধান্তে পৌঁছানো গেছে যে, তার সার্জারি প্রয়োজন। ’ 

এর আগেও চোটের কারণে রাঁচিতে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্ট মিস করেছিলেন মার্করাম।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘন্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।