ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তামিম, ফিজ, রিয়াদকে হুমকি মানছেন রমিজ রাজা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
তামিম, ফিজ, রিয়াদকে হুমকি মানছেন রমিজ রাজা তামিম, ফিজ, রিয়াদকে হুমকি মানছেন রমিজ রাজা

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পাকিস্তান সফরে গেল বাংলাদেশ ক্রিকেট দল। তিন ধাপের এই সফরে প্রথমবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। আর এই টি-টোয়েন্টি সিরিজেই বাংলাদেশের তিন ক্রিকেটারকে পাকিস্তানের জন্য হুমকি হিসেবে দেখছেন দেশটির জনপ্রিয় ধারাভাষ্যকার ও সাবেক অধিনায়ক রমিজ রাজা।

পাকিস্তান জাতীয় দলকে অবশ্যই ওপেনার তামিম ইকবাল, অধিনায়ক মাহমুদউল্লা রিয়াদ ও পেসার মোস্তাফিজুর রহমানের প্রতি বিশেষ নজর রাখতে হবে বলে জানান রমিজ।

নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেন, ‘মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ পাকিস্তানের কঠিন পরীক্ষা নিতে পারে।

এই তিনজনের প্রতি আমাদের নজর রাখতে হবে। ’

মোস্তাফিজ সম্পর্কে আলাদাভাবে জানাতে গিয়ে তিনি বলেন, ‘ফিজ নামে পরিচিত মোস্তাফিজ। সে তরুণ ও কর্মঠ। তার ওয়ানডেতে অসাধারণ কীর্তি রয়েছে। বোলিংয়ে গতি পরিবর্তন করতে পারে সে। পেসের কারণে তার সিম আপ ডেলিভারিগুলো আরও কঠিন হয়ে যায়। তার বাঁহাতি অ্যাঙ্গেলগুলো তাকে আরও সাহায্য করে। একজন বোলার হিসেবে সে পূর্ণ প্যাকেজ। বাংলাদেশের সুযোগ তৈরিতে তার ভূমিকা থাকবে। ’

ড্যাশিং ওপেনার তামিমকে নিয়ে রজিম বলেন, ‘তামিম একজন অভিজাত বাঁহাতি ব্যাটসম্যান। সে অভিজ্ঞ ও স্পিন বলে দারুণ। যখন সে আক্রমণ তখন দারুণ দেখায়। টি-টোয়েন্টি ক্রিকেটে শুরুটা খুবই গুরুত্বপূর্ণ। সে তার দলকে ভালো শুরু এনে দেয়। একবার সে শুরু করলে বিপদে পড়তে পারে পাকিস্তান। ’

সাকিব আল হাসানের নিষেধাজ্ঞায় নেতৃত্বে পাওয়া মাহমুদউল্লাহ প্রসঙ্গে রজিম বলেন, ‘মাহমুদউল্লাহর ফর্ম বাংলাদেশ দলের জন্য খুবই গুরুত্ব বহন করে। নেতৃত্ব ছাড়াও দলের মিডলঅর্ডারে তার দারুণ প্রভাব রয়েছে। অধিনায়কত্বের কারণে অনেক সময় ভালো পারফরম্যান্স দেখা যায়। আমার মনে হয় আমরা তার কাছ থেকে এমন কিছু দেখার আশা করতে পারি। ’

২৪ জানুয়ারি লাহোরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, ২৩ জানুয়ারি, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।