আগামী সেপ্টেম্বরে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ পাকিস্তানের মাটিতে গড়াবে। কিন্তু সে দেশে গিয়ে ভারত খেলবে না জেনেও ওয়াসিম খান এর আগে বলেছিলেন, ‘ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসে, তা হলে পাকিস্তানও আগামী বছর ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না।
তবে ফের কথা পাল্টে নেন ওয়াসিম। তিনি বলেন, ‘আমি তেমনটি বলিনি। প্রশ্ন উঠেছিল, ভারত এখানে খেলতে না এলে কী হবে? আমি বলেছিলাম, তা হলে এসিসিকে ঠিক করতে হবে কী করা উচিৎ। এ বারের সংগঠক দেশ পাকিস্তান বলে আমাদের দেশেই এশিয়া কাপটা হওয়া প্রত্যাশিত। ’
তিনি আরও বলেন, ‘আমরা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলাম। কিন্তু কখনওই ২০২১ বিশ্বকাপ খেলব না বলিনি। ’
টি-টোয়েন্টি এশিয়া কাপে ভারতের ম্যাচগুলো কি নিরপেক্ষ দেশে হওয়া সম্ভব? ওয়াসিম বলছেন, ‘অবশ্যই। ধরুন, ভারত-পাকিস্তান ফাইনাল হল। সে ক্ষেত্রে সেই ম্যাচ কোথায় হবে, তা এসিসিকে ঠিক করতে হবে। ’
বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
এমএমএস