তবে প্রশ্ন হলো, টাইগারদের টেস্ট জিতেতে হলে যতকিছুই হোক না কেনো, দুই ইনিংস মিলে প্রতিপক্ষের ২০ উইকেট নেয়ার মতো সক্ষমতা থাকতে হবে। কঠিন বাস্তবতবা হলো, সেই সক্ষমতার ধারে-কাছেও নেই বাংলাদেশ।
সোমবার (০৩ ফেব্রুয়ারি) সাংবাদিকদের বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক জানান, বাংলাদেশ দলের সেই সক্ষমতা এখনো গড়ে ওঠে নি। তাই পাকিস্তানের বিপক্ষে জয়টা মোটও সহজ বিষয় নয়। পাকিস্তান সফরে যাওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচ জয়ের পর এ কথা জানান তিনি।
মুমিনুল বলেন, ‘দেখেন, আমাদের যে বোলাররা আছে আমার কাছে মনে হয় যে, ওরা খেলতে খেলতে অভ্যস্ত হবে। আমি অনেকবার বলেছি, টেস্ট খেলতে খেলতে শিখে। আপনি একদিনে, এক বছরে কোন রেজাল্ট পাবেন না। একদিনে, এক বছরে বা পাঁচ ছয় মাসে ২০ উইকেট নেওয়ার মত বোলার পাবেন না। বিশ্বের সব বোলারদের জন্যই এটা প্রযোজ্য। ভারতের টপ-বোলারদের দেখবেন, তারা ১৫ বছর বা ১০-১২ বছর ধরে টেস্ট খেলছে। খেলতে খেলতেই শিখে। আমার কাছে মনে হয়, আমাদের যে বোলাররা আছে তারা যদি নিয়মিত টেস্ট খেলে তাহলে অবশ্যই এক দুই বছর পর ভালো কিছু করবে। ২০ উইকেট নেওয়ার মত অনেক অভিজ্ঞ হবে। ’
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
আরএআর/ইউবি