ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দেশে ফিরলেন জাতীয় ক্রিকেট দলের একাংশ 

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
দেশে ফিরলেন জাতীয় ক্রিকেট দলের একাংশ  দেশের ফিরেছেন বাংলাদেশ দলের একাংশ: ছবি-শোয়েব মিথুন

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একাংশ। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ৪টা ৪০ মিনিটে হযরত শাহজাজাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ক্রিকেটাররা।  প্রথম দফায় মাহমুউদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, লিটন দাস-সহ মোট ১২ জন ক্রিকেটার দেশে ফিরেছেন।

একই ফ্লাইটে বুধবার (১২ ফেব্রুয়ারি) দলের বাকি সদস্যরা ফিরবেন।

দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের একাংশ: ছবি-শোয়েব মিথুনরাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ফলাফলটা যে ইতিবাচক হবে না সেটা আগেই বোঝা গিয়েছিলো। তবে টাইগারদের টেস্ট খেলার মানসিকতা নিয়ে প্রশ্ন ওঠেছে। ব্যাটিং সহায়ক উইকেটে ব্যাটসম্যানরা কোনো সুবিধাই করতে পারেনি।

আগামী এপ্রিলে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ দল।

বাংলাদেশ সময়: ১৬৫৫  ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
আরএআর/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।