জাহিদ আহসান রাসেল: ফাইল ফটো
ঢাকা: তরুণ খেলোয়াড়রা দেশের জন্য বিরল সম্মান বয়ে এনেছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি বলেন, অতীতে যে সম্মান বয়ে আনতে পারেনি, অনুর্ধ্ব-১৯ খেলোয়াড়রা সে সম্মান বয়ে এনেছে। এটা সত্যিই গর্বের ব্যাপার।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা বলেন প্রতিমন্ত্রী।
জাহিদ আহসান রাসেল বলেন, ‘এই খেলোয়াড়রা দেশের সম্পদ।
তারা যাতে হারিয়ে না যায়, সেজন্য যা করা দরকার অবশ্যই করা হবে। তাদেরকে বিদেশে প্রশিক্ষণ দেওয়া হবে। তাদেরকে সঠিক পরিচর্যা করে জাতীয় দলে খেলার উপযোগী করা হবে। ’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়ার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছিল, কিন্তু সেটা বাতিল করা হয়েছে। তারা যেহেতু অনেক জার্নি করে আসছে, তাই শুক্রবার হচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরবর্তী শুক্রবারের মধ্যে তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে। ’
বাংলাদেশ সময় : ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
টিএম/ইউবি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।