শান্তর দানবীয় ব্যাটিংয়ের পর মধ্যাঞ্চল নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৩৮৫ করে ইনিংস ঘোষণা করে। যেখানে জয়ের জন্য দক্ষিণাঞ্চলকে করতে হবে ৫০৭ রানের বিশাল সংগ্রহ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) চার দিনের প্রথম শ্রেণির এ ম্যাচের তৃতীয় দিনে ফের ব্যাটিংয়ে নামে মধ্যাঞ্চল। আগের দিনে ১২২ রানে অপরাজিত থাকা শান্ত এদিন ক্যারিয়ার সেরা ইনিংসই খেলেন। তিনি শেষ পর্যন্ত ৩১০ বলে ২৫৩ রানের হার না মানা ইনিংস খেলে মাঠ ছাড়েন। তার ইনিংসে ছিল ২৫টি চার ও ৯টি ছক্কা।
আগের ৪২টি প্রথম শ্রেণির ম্যাচে শান্তর সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ছিল ১৯৪।
দক্ষিণাঞ্চল ইতোমধ্যে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এক উইকেট হারিয়ে ৩০ রান করেছে দলটি।
এর আগে ২৩৫ রানে মধ্যাঞ্চল নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয়। পরে দক্ষিণাঞ্চল ৪ উইকেট হারিয়ে ১১৪ রানে ইনিংস ঘোষণা করে।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
এমএমএস