বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মিরপুরের হোম অব ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজকে সামনে রেখে অনুশীলনে করেছে টাইগাররা। অনুশীলনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাইফ।
সাইফ বলেন, ‘অবশ্যই এতটা সহজ হবে না (টেস্ট খেলা)। কিন্তু এই লেভেলে আসার জন্যই সব কিছু করা। সামনের ম্যাচে যদি সুযোগ আসে, ভালো খেলার চেষ্টা করব। সহজ হবে না বলতে, আমরা যেভাবে খেলে আসছি ঘরোয়া ক্রিকেটে, সেদিক থেকে চিন্তা করলে অত সহজ না। আমাদের সেভাবেই মানসিকভাবে তৈরি হতে হবে। প্রস্তুতি খুব ভালো হচ্ছে জাতীয় দলের। সুযোগ পেলে রান বড় করতে হবে। ’
অভিষেক টেস্ট সম্পর্কে সাইফ বলেন, ‘প্রথম ইনিংসে নার্ভাস ছিলাম। সবাই প্রেরণা জুগিয়েছে তখন, সাহস দিয়েছে। পরে দ্বিতীয় ইনিংসে কোনো সমস্যা হয়নি। সবাই খুব সহায়তা করেছেন, ম্যানেজার-কোচ, সিনিয়র ক্রিকেটাররা সবাই সমর্থন করেছেন। দ্বিতীয় ইনিংস বল ব্যাটে লাগছিল ভালো। দুর্ভাগ্য, বলটা নিচু হয়েছিল। আরেকটু ফোকাসড থাকলে হয়ত বলটা সামলাতে পারতাম কোনোভাবে। ফোকাস লেভেল আরও বাড়াতে হবে, মনোযোগ বাড়াতে হবে। ’
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
আরএআর/ইউবি