এরপর নিজের দ্বিতীয় শিকার ব্রেন্ডন টেইলরকে (১০) বোল্ড করেন নাঈম।
এ প্রতিবেদন লেখা পযর্ন্ত সিরিজের একমাত্র টেস্টে প্রথম দিন প্রথম ইনিংসে সফরকারী জিম্বাবুয়ে ৩ উইকেট হারিয়ে ৫১.৪ ওভারে করেছে ১৩৫ রান।
মিরপুরে জিম্বাবুযের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করতে থাকেন টাইগার বোলাররা। কেভিন কাসুজাকে ফিরিয়ে দিনের প্রথম সাফল্য এনে দেন আবু জায়েদ রাহী।
দলীয় ৭ রানের মাথায় ব্যক্তিগত ৪ রান করে নাঈমের হাতে ধরা পড়েন কাসুজা। তবে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত আর সাফল্যের দেখা পায়নি টাইগার বোলাররা।
দ্বিতীয় উইকেটে জুটিতে জিম্বাবুয়েকে পথ দেখান প্রিন্স মাসভাউরে ও অধিনায়ক ক্রেইগ আরভিন। বাংলাদেশের বোলারদের বেশ ভালোভাবেই খেলতে থাকেন তারা। ১১১ রানের জুটি গড়েন এ দু’জন। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত প্রথম ইনিংসে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ১ উইকেটে ৮০ রান।
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০
ইউবি