কিন্তু ম্যাজিক ফিগার থেকে ২৯ রান দূরে থাকতে চার্লটন টিসুমার বলে উইকেটরক্ষক রেগিস চাকাবার গ্লাভসে বন্দী হোন শান্ত। তার ১৩৯ বলে ৭১ রানের ইনিংসটি সাজানো ছিল ৭ চারে।
বাংলাদেশের তিন উইকেটের প্রত্যেকটি নিজের গ্লাভসে বন্দী করেছেন। এর আগে দুই ওপেনার সাঈফ হাসান (৮) ও তামিম ইকবালের (৪১) ক্যাচও ধরেন তিনি।
এই প্রতিবেদন লেখা পযর্ন্ত ৫৪ ওভারে ৩ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ১৭৮ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন অধিনায়ক মুমিনুল হক (৪৬) ও উইকেটরক্ষক মুশফিকুর রহীম (৪)। স্বাগতিকরা এখন পযর্ন্ত পিছিয়ে আছে ৮৭ রানে।
এর আগে রোববার (২৩ ফেব্রুয়ারি) দু’দলের একমাত্র টেস্টে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে সফরকারী জিম্বাবুয়ে প্রথম ইনিংসে অলআউট হয ২৬৫ রানে।
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
ইউবি