রোববার (২৩ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে শান্ত জানান উইকেট ব্যাটিং করার জন্য ভালো ছিল। সেঞ্চুরি মিস করলেও বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন তিনি।
তিনি বলেন, ‘সত্যি কথা বলতে অাগে যখন খেলছি একটা ভয় কাজ করতো, অাসলে ঠিক ভয় না, খারাপ খেললে বাদ পড়ে যেতে পারি বা এ রকম কিছু একটা ছিল। কিন্তু এখন আমি মানসিকভাবে এ রকম কিছু চিন্তা করছি না। ভালো খেলি, খারাপ খেলি, ওটা আমার অংশ না, টিমে থাকবো, না থাকবো। চেষ্টা করছি নিয়মিত ভালো খেলার। একটা ইতিবাচক দিক এখন যে কোচিং স্টাফ আছে অনেক বেশি আত্মবিশ্বাস জোগাচ্ছে। এগুলো নিয়ে চিন্তা করতে নিষেধ করেছে। বারবার বলছে তুমি অনেক বেশি সুযোগ পাবে শুধু খেলায় মনেযোগ দাও। ’
নিজের ইনিংস সম্পর্কে শান্ত বলেন, ‘অবশ্যই সুযোগ ছিল যেহেতু উইকেটটা ভালো ছিল। আমি মনে করি যে, যতটুকু ব্যাটিং করেছি আউটটা ছাড়া, ব্যাটিং ভালো হয়েছে। কিন্তু যে রকম উইকেট ছিল বা যে রকমভাবে খেলছিলাম, শুরুটা ভালো হয়েছিলে, বড় করা উচিত ছিল ইনিংসটা। ’
বাংলাদশ সময়: ২২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
আরএআর/