বুধবার (২৬ ফেব্রুয়ারি) অনুশীলনের ফাঁকে আল-আমিন এমন মন্তব্য করেন।
আল-আমিন বলেন, ‘উনি তো ওয়ানডেতে আমাদের সেরা অধিনায়ক এবং একজন পারফর্মার।
এই ডানহাতি পেসার মনে করেন, ওয়ানডেতে বাংলাদেশ ভালো ছন্দে নেই। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বেশষ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে। তাই আবার আগের ছন্দ ফিরে পেতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশই করা উচিত বলে তিনি মনে করেন।
আল-আমিন বলেন, ‘টেস্টে যেভাবে বাংলাদেশ খেলেছে, ওয়ানডেতে ওদের হোয়াইটওয়াশ করতে পারলে আরও ভালো। যেভাবে খেলছি, ওদের হোয়াইটওয়াশ করা উচিত আমাদের। যদি না করতে পারি আমাদের ব্যর্থতা। গত কয়েকটা সিরিজ আমাদের ভালো যায়নি। আমরা যদি এবার ওদের হোয়াইটওয়াশ করতে পারি সেটা আমাদের জন্যই ভালো হবে। সেটা শুধু মাশরাফি ভাইয়ের জন্যই নয়, দেশের ক্রিকেটের জন্য। হোয়াইটওয়াশ করতে পারলে আমাদের অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস বাড়বে। যেটা সামনের সিরিজগুলোয় কাজে দেবে। ’
সিলেটে আগামী ১, ৩ ও ৬ মার্চ অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
আরএআর/এমএইচএম