বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানী মিরপুরের হোম অব ক্রিকেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ভেট্টরি। তিনি জানিয়েছেন নাঈম নিজেকে জাতীয় দলের জন্য তৈরি করেছেন।
ভেট্টরি বলেন, ‘দেখুন স্পিনাররা যত বেশি সুযোগ পাবে, তারা তত বেশি পরিণত হয়ে উঠবে। নাঈম তরুণ অবস্থায় সুযোগ পেয়েছেন। আমি মনে করি ও যেটা পেরেছে, অনেকেই সেটা পারে না। মিরাজ এখনো তরুণ। তাইজুল বেশ অভিজ্ঞ। বাংলাদেশ দলের স্পিনাররা সবাই-ই প্রতিভাবান। তাদের সবারই নিজের খেলাটা আরও ভালো করার সামর্থ্য আছে। ’
নাঈমের ছোট টেস্টের ক্যারিয়ারে উইকেট নিয়েছেন ১৯টি। উইকেট আর ওভার দুটোতেই গড়টা বেশ ভালো। প্রতি ২১ রান পর পর একটি করে উইকেট রয়েছে তার। আর ওভার প্রতি গড় ২ দশমিক ৯৯ রান। এমন পারফরম্যান্সে তার প্রতি কোচের মুগ্ধ হওয়াটাই স্বাভাবিক।
কিউই কোচ আরও বলেন, ‘আমি খুবই ভাগ্যবান যে আমি বেশ কিছু তরুণ প্রতিভাবান স্পিনারের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। ওদের প্রতিভা জাতীয় দলের স্পিনারদের মতোই। এই যে নাঈম হাসান, তিনি তো দুই বছর আগে অনূর্ধ্ব-১৯ দলের স্পিনার ছিল! এ দুই বছরে তিনি নিজেকে আরও পরিণত করেছে। তরুণ বোলারদের বেশির ভাগই জানে কীভাবে পারফরম করতে হয়। আমার কাজটা হচ্ছে তাদের বোঝানো এই কাজটা কতটা ভালোভাবে করতে পারবে। ’
বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
আরএআর/আরআইএস/