ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সরফরাজের বিষয়ে সবুজ সংকেত দিলেন মিসবাহ 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, মার্চ ৫, ২০২০
সরফরাজের বিষয়ে সবুজ সংকেত দিলেন মিসবাহ  সরফরাজ ও মিসবাহ

পাকিস্তানের প্রধান কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল-হক সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কেয়াডে সুযোগ দেওয়ার বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন।

গত বছর অক্টোবরে টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়কত্ব হারানোর পর থেকে পাকিস্তানের জাতীয় দলে নেই সরফরাজ। ৩২ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যান বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল কোযেটা গ্লাডিয়েটর্সের।

কোয়েটার জার্সিতে গত ছয় ম্যাচ খেলে সরফরাজ ৩৬ গড় ও ১৩৯.৮০ স্ট্রাইক রেটে করেছেন ১৪৪ রান।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ায়। অক্টোবরে শুরু হয়ে চলবে নভেম্বর পযর্ন্ত। সরফরাজ যদি তার চলতি ফর্ম ধরে রাখতে পারেন তবে মিসবাহ’র স্কোয়াডে ফেরার সম্ভবনা জোরালো হবে।

এমনটাই জানিয়েছেন পাকিস্তানের প্রধান কোচ। পাকিস্তানের জিও নিউজকে মিসবাহ বলেন, ‘২০২০ পিএসএলে সরফরাজ খুব ভাল খেলছে এবং সে ফিটও আছে। যার কারণে তাকে বিশ্বকাপের জন্য বিবেচনায় রাখা হয়েছে। পিএসএলের পারফর্ম দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কোন খেলোয়াড় ডাক পাবে। ’

বৃহস্পতিবার (০৫ মার্চ) সরফরাজের গ্লাডিয়েটর্স পিএসএলে পরের ম্যাচ খেলবে পেশওয়ার জালমির বিপক্ষে, রাওয়ালপিন্ডিতে।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।