ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

২১ বছরের রেকর্ড ভাঙলেন তামিম-লিটন 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, মার্চ ৬, ২০২০
২১ বছরের রেকর্ড ভাঙলেন তামিম-লিটন  লিটন-তামিমের জুটি: ছবি-মাহমুদ হোসেন

কী বুঝে যে টসে জিতেও বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল জিম্বাবুয়ে! তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন অধিনায়ক শন উইলিয়ামস। ওপেনিং জুটিতেই স্কোরবোর্ডে ১৭৪ রান জমা করেছে বাংলাদেশ। 

সেই সঙ্গে দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাশ ভেঙে দিয়েছেন শাহরিয়ার হোসেন ও মেহরাব হোসেন অপির রেকর্ড।  

১৯৯৯ সালের ২৫ মার্চ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ওপেনিং জুটিতে ১৭০ রান করেছিল শাহরিয়ার-মেহরাব জুটি।

এবার ২১ বছর পর সেই রেকর্ড নিজেদের নামের পাশে লিখিয়ে নিলেন তামিম-লিটন। ভেন্যু ভিন্ন হলেও একই প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের হয়ে ওয়ানডে ওপেনিং জুটিতে এই রেকর্ড গড়েন তারা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৩৩ ওভারে বিনা উইকেটে ১৮০ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন লিটন (১০১) ও তামিম (৭৮)।  

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।