ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

করোনা: সচেতনতা বাড়াতে ‘নাম’ পাল্টে ফেললেন অশ্বিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
করোনা: সচেতনতা বাড়াতে ‘নাম’ পাল্টে ফেললেন অশ্বিন টুইটারের নাম পাল্টালেন অশ্বিন

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে পুরো বিশ্ব। এ ভাইরাস ঠেকাতে গৃহবন্দী থাকা ছাড়া আপাতত কোনো রাস্তা খোলা নেই মানুষের সামনে। ঘরে থাকার জন্য দেশের তথা ভক্তদের মাঝে সচেতনতা বাড়াতে নিজের অফিসিয়াল টুইটার প্রোফাইলের নাম বদলে ফেলেছেন ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। 

টুইটারে ৩৩ বছর বয়সী তারকার নতুন নাম ‘লেটস স্টে ইনডোরস ইন্ডিয়া’। যার বাংলা অর্থ, ‘চলো ভারত ঘরে থাকি’।

 

করোনা ঠেকাতে গত রোববার (২২ মার্চ) থেকে ‘জনতা কারফিউ’ চলছে ভারতে। এছাড়া লক-ডাউনও চলছে দেশটিতে। ইতোমধ্যে ভারতে ৪৯০ জনের দেহে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।  

অশ্বিন ‘জনতা কারফিউ’র প্রশংসাও করেছেন। এছাড়া নিজের নাম পরিবর্তনের পর সোমবার (২৩ মার্চ) করোনা সচেতনা নিয়ে টুইটে তিনি জানান, “সব তথ্য নিয়ে (উভয় প্রকৃত এবং আপাতদৃষ্টিতে কিছুটা আতঙ্কিত) একটা জিনিস নির্দিষ্ট বলে মনে হচ্ছে, ‘আগামী দুই সপ্তাহ চূড়ান্তভাবে নির্মম হতে যাচ্ছে। ’ আক্ষরিক অর্থে আগামী দুই সপ্তাহ ভারতের প্রতিটি শহরের মানবশূন্য অনুভব করা উচিত। কারণ কোভিড-১৯ আক্রান্ত যদি ধাপে ধাপে বৃদ্ধি পায় তবে বিপর্যস্ত হয়ে যাবে সব। ” 

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।