শনিবার এক টুইট বার্তায় বিষয়টি রায়না নিজেই জানিয়েছেন। তিনি মনে করেন মানবিকতার কথা চিন্তা করে এই দুঃসময় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া নৈতিক দায়িত্ব।
এর আগে করোনায় ক্ষতিগ্রস্তদের ৫০ লাখ রুপি দান করেছিলেন শচীন। তবে রায়না তার চেয়েও বেশি অর্থ দান করলেন। রায়না এই ৫২ লাখ রুপির মধ্যে ৩১ লাখ রুপি দিয়েছেন প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে। বাকি ২১ লাখ রুপি দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুরেশ রায়নার এই দানের প্রশংসা করেন। এক টুইটবার্তায় মোদী, রায়নার টুইটবার্তাকে উল্লেখ করে বলেন ‘দ্যাট’স এ ব্রিলিয়ান্ট ফিফটি’।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
আরএআর/এমএমএস