আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ভারতে সকল ভিসা বাতিল করেছে দেশটির সরকার। তবে এরপরেও পরিস্থিতি স্বাভাবিক হবে, এমন কোনো নিশ্চয়তা নেই।
এদিকে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, আইপিএল যদি পরের বছর গড়ায় তবে সেখানে কোনো মেগা নিলাম অনুষ্ঠিত হবে না। যেখানে মেগা নিলামের জন্য ২০২১ সালকে বেছে নেওয়া হতে পারে।
আইপিএল প্রশাসনের এক কর্মকর্তা এ বিষয় বলেন, ‘আইপিএল এবছর অনুষ্ঠিত হচ্ছে না। এটা পরের বছর হবে। আমরা সবাই দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানি। ফলে কেউ ঝুঁকি নিতে চাইছে না। স্টেডিয়ামে সামাজিক দূরত্ব মানা সম্ভব না। তাই ভালো হবে আসরটি পরের বছর নেয়ার। একই সঙ্গে কোনো মেগা নিলামও অনুষ্ঠিত হবে না। ’
এর আগে গত ১৪ মার্চ আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনায় বসেছিল বিসিসিআই। সে সময় বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী আশা করেছিলেন, ছোট করে হবে এ বারের আইপিএল। তবে ১৪ মার্চের পর দু’সপ্তাহের বেশি সময় চলে গেলেও পরিস্থির কোনো পরিবর্তন হয়নি।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
এমএমএস