সোমবার (৩০ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন রুবলে। যেখানে দেখা যাচ্ছে স্কেচ করা ছবিটিতে একপাশে কোনো এক বাহিনীর সদস্য মানুষকে ঘরে থাকতে বাধ্য করছেন।
ছবিটির একটি ক্যাপশনও দিয়েছেন রুবেল। নিচে ক্যাপশনটি হুবহু তুলে ধরা হলো।
শ্রদ্ধার সাথে সম্মান জানাই,
যারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তার নিজের পরিবার সন্তান এর কথা না ভেবে দেশের কথা চিন্তা করে যারা করোনা ভাইরাসের মোকাবেলা করছেন। বাংলাদেশের মানুষ সারা জীবন আপনাদের মনে রাখবে ইনশাআল্লাহ । সেলুট জানাই প্রতিটি ডাক্তার, নার্স, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা কর্মী, স্বেচ্ছাসেবক, বাংলাদেশ সেনাবাহিনী ,নৌবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্য, সরকারী কর্মকর্তা এবং সর্বস্তরের মানুষদের যারা নিঃস্বার্থ ও অক্লান্ত পরিশ্রমে দেশের এই সংকটময় মুহূর্ত কাটিয়ে তোলার চেষ্টা করছেন। দেশের জন্য তাদের এই সেক্রিফাইস তখনই সার্থক হবে।
যখন আমরা প্রয়োজনীয় সর্তকতা নির্দেশনা মেনে চলবো। তাই আসুন সবাই নিজ নিজ বাসায় থাকি এবং সতর্ক থাকি।
#Stayhome #staysafe
বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
এমএমএস