আইসিসি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রিমিয়ার করে পুরো ম্যাচটি দেখাচ্ছে। ২০১৫ সালের ৯ মার্চ অ্যাডিলেডে অনুষ্ঠিত পুল ‘এ’র ম্যাচটি বাংলাদেশ ১৫ রানে জিতে নেয় শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে।
তবে বাংলাদেশের বোলিং বিভাগও দারুণ করে। বিশেষ করে রুবেল হোসেনের ৪ উইকেটের কল্যাণে জয়টি বাংলাদেশের ডেরায় ধরা দেয়।
এ ম্যাচকে কেন্দ্র করে আইসিসি নিজেদের ফেসবুক পেজটিও টাইগারময় করে সাজিয়েছে। কাভার পেজে রাখা হয়েছে বাংলাদেশের জয়ের মুহূর্তটিকে। আর ম্যাচ ভিডিওর ওপর ক্যাপশনে লেখা, ২০১৫ সাল বাংলাদেশ দুর্দান্ত কাটিয়েছে। যেখানে আইসিসি পুরুষ বিশ্বকাপও ছিল। টাইগাররা বৈশ্বিক আসরে ইংল্যান্ডকে দ্বিতীয়বার হারাল (প্রথমটি ২০১১ সালে)। অ্যাডিলেডে ১৫ রানের অসাধারণ জয়।
এদিকে আইসিসির এই ম্যাচ ভিডিওটি সে বিশ্বকাপে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও শেয়ার করেছেন। যেখানে ক্যাপশনে লিখেন, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা একটি ম্যাচ। এ ম্যাচ দেখলে আপনি কখনো বিরক্ত হবেন না। # ঘরে থাকুন # নিরাপদে থাকুন।
ম্যাচটি দেখতে এখানে ক্লিক করুন...
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
এমএমএস