এই দুর্যোগকালীর সময়ে তাদের কথা চিন্তা করেই একসাথে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন দেশের ক্রিকেটের 'পঞ্চপান্ডব' খ্যাত মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল ও সাকিব আল হাসান। এজন্য প্রত্যেকে ১ লাখ টাকা করে অনুদান দিচ্ছেন।
এই উদ্যোগ নিয়ে মুশফিকুর রহিম বলেন, ‘আমরা পাঁচজন মিলে প্রায় ৫০ জনের মতো টিম বয় ও ম্যাসাজম্যানদের সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। যারা ক্লাব, বিভিন্ন ক্রিকেট দলগুলোর সঙ্গে কাজ করে তাদের সবাইকে আমরা ৫ জন মিলে ৫ লাখ টাকা দিচ্ছি। আপাতত ছোট আকারে সাহায্য করছি। এখন তো খেলা নেই। আর খেলা না থাকলে তাদের আয়ের সুযোগও নেই। ’
করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে এর আগে বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটারসহ ২৭ জন ক্রিকেটার তাদের বেতনের অর্ধেক দান করেছেন। এছাড়া ব্যক্তিগত উদ্যোগেও জাতীয় দলের ক্রিকেটাররা বিভিন্নভাবে দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন।
বাংলাদেশ সময়: ০০০৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
আরএআর/এমএইচএম