সম্প্রতি করোনা ভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত করেছে বিসিসিআই। আর এতেই প্রশ্ন উঠেছে আগামী জুলাইতে ৩৯-এ পা রাখা ধোনির জাতীয় দলের ভবিষ্যতের কি হবে?
কেননা কিছুদিন আগে ভারতীয় হেড কোচ রবি শাস্ত্রী ধোনির সম্পর্কে জানিয়েছিলেন, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ সেমিফাইনালের পর সুযোগ না পাওয়া ধোনির ভবিষ্যৎ ঠিক করবে আইপিএলের পারফরম্যান্স।
এদিকে করোনাকালে ঘরে বসে সময় কাটানো স্পিনার হরভজন ভারতের সহ-অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ইন্সটাগ্রাম লাইভে কথা বলেন। সেখানে তিনি জানান, পরের আইপিএল খেললেও ধোনি তার ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন।
হরভজন বলেন, ‘আমি যখন চেন্নাইয়ের (সুপার কিংস) ক্যাম্পে ছিলাম। তখন আমাকে প্রচুর মানুষ আমার কাছে জানতে চাইতো, ধোনি কি খেলতে যাচ্ছে? সে কি বিশ্বকাপের (টি-টোয়েন্টি) জন্য সুযোগ পাবে? আমি বলতাম, আমি জানি না, এটা পুরোটাই নির্ভর করে তার ওপর। যেখানে সে খেলবে কি খেলবে না, এটা পুরোপুরি তার সিদ্ধান্ত। ’
তিনি আরও বলেন, ‘আসলে সে অনেকদিন দেশের হয়ে খেলেছে। আর মনে হয় না নীল জার্সি গায়ে চাপাবে। তবে আইপিএলে যে ওকে আরও কয়েক বছর খেলতে দেখা যাবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। ’
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
এমএমএস