ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পিছিয়ে গেল লঙ্কান প্রিমিয়ার লিগের উদ্বোধনী আসর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০২০
পিছিয়ে গেল লঙ্কান প্রিমিয়ার লিগের উদ্বোধনী আসর

লঙ্কান প্রিমিয়ার লিগের উদ্বোধনী আসর পিছিয়ে গেল। যেটি মূলত চলমান বছরের ২৮ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত মাঠে গড়ানোর কথা ছিল।

তবে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে স্থগিত হয়ে এখন নভেম্বরে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) শ্রীলঙ্কা ক্রিকেটের এক বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়।

সেখানে বলা হয়, ‘স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে এসএলসি ও দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এক আলোচনায় বসে এমন সিদ্ধান্ত নিয়েছে। ’

এবারের আসরে পাঁচটি দলের অংশগ্রহণের কথা রয়েছে। শ্রীলঙ্কার শহরের নামে দলগুলো হলো, কলম্বো, ক্যান্ডি, গল, ডাম্বুলা ও জাফনা। যেখানে ম্যাচগুলো হওয়ার কথা রয়েছে যথাক্রমে প্রেমাদাসা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, রানগিরি ডাম্বুলা ক্রিকেট স্টেডিয়াম, পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ও সুরিয়াওয়েওয়া মাহিন্দা রাজাপাকসে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।