ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দেশে ফিরছেন সুরেশ রায়না, খেলা হচ্ছে না পুরো আইপিএলেই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২০
দেশে ফিরছেন সুরেশ রায়না, খেলা হচ্ছে না পুরো আইপিএলেই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২০ মৌসুমে খেলা হচ্ছে না সুরেশ রায়নার। ব্যক্তিগত কারণে আসরের এবারের ভেন্যু সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরছেন এই চেন্নাই সুপার কিংস তারকা।

এক টুইটের মাধ্যমে এমন খবর নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ।

চেন্নাইয়ের প্রধান নির্বাহী কেএস বিশ্বনাথ জানান, ব্যক্তিগত কারণে সুরেশ রায়না দেশে ফিরেছে। এর ফলে পুরো মৌসুমেই তাকে পাওয়া যাবে না। তবে এই সময়ে রায়না ও তার পরিবারের প্রতি চেন্নাই সুপার কিংসের পূর্ণ সমর্থন রইল।

সম্প্রতি ৩৩ বছর বয়সী রায়না আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। পরে গত ২১ আগস্ট আইপিএলে অংশ নিতে চেন্নাইয়ের সঙ্গে দুবাই যান। আর গত এক সপ্তাহে পুরো দল আইসোলেশনে ছিল। যেখানে দলের খেলোয়াড় স্টাফসহ ১৩ জনের করোনা পজিটিভ হয়।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।