ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানছেন ইয়ান বেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২০
দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানছেন ইয়ান বেল

অবশেষে পেশাদারি ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানছেন ইয়ান বেল। ইংল্যান্ড জাতীয় দলের সাবেক এই ব্যাটসম্যান চলমান ক্রিকেট মৌসুম শেষেই বিদায় বলবেন।

২০০৪ সালে ইংলিশদের হয়ে অভিষেক হওয়া ৩৮ বছর বয়সী বেল ইংলিশদের হয়ে ১১৮টি টেস্ট, ১৬১টি ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি খেলেছেন।

এক বিবৃতিতে বেল বলেন, ‘এটা সত্য, যখন তারা বলে তুমি যান কখন সঠিক সময় এবং দুঃখজনকভাবে এটা আমার সময়। যদিও খেলার প্রতি আমার ক্ষুধা ও উদ্যম সবসময়ের মতো আছে। তবে আমার আশামতো কিছুটা সায় দিচ্ছে না। ’

বেল পাঁচটি অ্যাশেজজয়ী ক্রিকেটার। তিনি সাদা পোশাকের ক্রিকেটে ২২টি সেঞ্চুরি ও ৪৬টি ফিফটিতে ৭ হাজারের বেশি রান করেছেন। সর্বশেষ জাতীয় দলের জার্সিতে তিনি ২০১৫ সালে খেলেছেন।

তবে নিজের ক্যারিয়ারে কাউন্টি ক্লাব হিসেবে ওয়ারউইকশায়ারেই খেলে যাচ্ছিলেন। কিন্তু মজার ব্যাপার কয়েকমাস আগেই দলটির সঙ্গে এক বছরের চুক্তি বাড়িয়ে ২০২১ পর্যন্ত নিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।