ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইপিএল: পাঁচ হাজারি ক্লাবে রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, অক্টোবর ১, ২০২০
আইপিএল: পাঁচ হাজারি ক্লাবে রোহিত শর্মা রোহিত শর্মা/ছবি: সংগৃহীত

তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আইপিএলে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক ও ওপেনার রোহিত শর্মা। এর আগে এই মাইলফলক পাড়ি দিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি এবং চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যান সুরেশ রায়না।

বৃহস্পতিবার (১ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে খেলতে নেমে এই কীর্তি স্পর্শ করেন রোহিত।

৫ হাজারের বেশি রান নিয়ে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় এখন তৃতীয় স্থানে অবস্থান করছেন রোহিত। ১৮০ ম্যাচে ৩৭.১২ গড়ে ৫ হাজার ৪৩০ রান নিয়ে তালিকার শীর্ষে আছেন কোহলি। অন্যদিকে ১৯৩ ম্যাচে ৩৩.৩৪ গড়ে ৫ হাজার ৩৬৮ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন এবারের আসরে অনুপস্থিত রায়না।

আইপিএলে সবচেয়ে দ্রুততম সময়ে ৫ হাজার রান করায় এগিয়ে আছেন কোহলি। মাইলফলক পার হতে ১৫৭ ম্যাচ খেলেছেন ভারতীয় অধিনায়ক। রায়নার লেগেছেন ১৭৩ ম্যাচ। আর রোহিতের লাগলো ১৮৭ ম্যাচ।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়কও রোহিত। এখন পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সকে ৪ বার আইপিএলের শিরোপা জিতিয়েছেন এই বিধ্বংসী ব্যাটসম্যান।  

এই রিপোর্ট লেখা পর্যন্ত পাঞ্জাবের বিপক্ষে শুরুতে ব্যাট করতে মুম্বাই ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০২ রান তুলেছে। ৩৯ বলে ৪৯ রান নিয়ে অপরাজিত আছেন রোহিত।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।