ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডে র‌্যাংকিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ২, ২০২০
ওয়ানডে র‌্যাংকিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলল বাংলাদেশ বাংলাদেশ নারী ক্রিকেট দল

আইসিসির সর্বশেষ ওয়ানডে র‌্যাংকিংয়ে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলকে পেছনে ফেলে আটে ওঠে এসেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।  সালমা-জাহানারাদের রেটিং পয়েন্ট এখন ৬১।

এশিয়া কাপজয়ীদের জায়গা ছেড়ে দিয়ে ৪৭ রেটিং নিয়ে নয়ে নেমে গেছে লঙ্কানরা। ১৩ রেটিং নিয়ে তাদের পেছনে আছে আয়ারল্যান্ড। বাংলাদেশের ওপরে সাত নাম্বারে আছে পাকিস্তান। তাদের রেটিং ৭৭।  

বিশাল ব্যবধানে শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। অজি নারীদের রেটিং ১৬০। ১২১ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। তাদের চেয়ে ২ রেটিং কম নিয়ে তিনে ইংল্যান্ড। পাঁচে থাকা নিউজিল্যান্ডের রেটিং ৯৪। ৮৫ রেটিং নিয়ে ওয়ানডেতে পঞ্চম স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা।  

টাইগ্রেসদের মতো র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে দক্ষিণ আফ্রিকারও। এক ধাপ  এগিয়ে চতুর্থ স্থান দখল করা প্রোটিয়া নারীদের রেটিং ১০৭।  

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।