ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এইচপি দলের ক্রিকেটারদের করোনা টেস্ট করা হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২০
এইচপি দলের ক্রিকেটারদের করোনা টেস্ট করা হয়েছে

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল হাই পারফরম্যান্স (এইচপি) দলেরও। তবে টাইগারদের এই সফর না হওয়ায় এইচপি দলের কোনো ব্যস্ততা নেই।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ত্রিদলীয় ওয়ানডে সিরিজে খেলবে এইচপি দল। আগামী ০৭ অক্টোবর থেকে শুরু হবে তাদের ক্যাম্প। আর এ জন্য এইচপি দলের করোনা টেস্ট করা হয়েছে।

সোমবার (০৫ অক্টোবর) বাংলানিউজকে একথা জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তিনি বলেন, ‘আগামী ৭ অক্টোবর থেকে মিরপুরে এইচপি দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে। এজন্য আমরা দলের সব ক্রিকেটার, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের কোভিড-১৯ টেস্ট করিয়েছি। সব মিলিয়ে ৪ জনের টেস্ট করানো হয়েছে। ’

আগামী ১১ অক্টোবর থেকে সিরিজটি শুরু হওয়ার কথা রয়েছে।  ১৩, ১৫,  ১৭, ১৯ অক্টোবর হবে ম্যাচগুলো। আর ২১ অক্টোবর হবে ফাইনাল ম্যাচ।  জাতীয় দলের পুলের ক্রিকেটারদের সঙ্গে এইচপির ইউনিটের কয়েক ক্রিকেটার এই সিরিজে খেলবে।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।