ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কার বিপক্ষে দু’টি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২০
শ্রীলঙ্কার বিপক্ষে দু’টি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা

দুই টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে শ্রীলঙ্কা। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

 

টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ২০২০-২১ মৌসুমের ডিসেম্বর-জানুয়ারিতে লঙ্কানদের বিপক্ষে দু’টি টেস্ট খেলবে প্রোটিয়ারা। প্রথম টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর, সেঞ্চুরিয়নে এবং দ্বিতীয় টেস্ট হবে ০৩ জানুয়ারি, জোহানেসবার্গে। ঐতিহাসিক বক্সিং ডে এবং নতুন বছরের স্লটে হবে ম্যাচ দু’টি।  

লঙ্কানদের বিপক্ষে সিরিজ শুরুর আগে ইংল্যান্ডের বিপক্ষ নভেম্বর-ডিসেম্বরে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডের সময়সূচি ধার্য করেছে সিএসএ। ইংলিশদের বিপক্ষে এই সিরিজ আয়োজন নিয়ে সরকারের সবুজ সংকেতও পেয়েছে প্রোটিয়ারা।  

এরপর ২০২০-২১ মৌসুমে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষ তিনটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে তারা।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।