ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নাঈম-মৃত্যুঞ্জয়ের ফিফটির পর সুমন খানের দাপট

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২০
নাঈম-মৃত্যুঞ্জয়ের ফিফটির পর সুমন খানের দাপট

মিরপুরে হাই পারফরম্যান্স দলের দুই দিনের প্রস্তুতি ম্যাচটি ড্র হয়েছে। এই প্রস্তুতি ম্যাচের প্রাপ্তি আকবর আলীর সেঞ্চুরি।

আর প্রথম দিনের ব্যাটসম্যদের দাপটের পর দ্বিতীয় দিনে বোলারদের দাপট।

শের ই বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ব্যাট করতে নামে 'বি' দল। নাঈম শেখ ও পারভেজ হোসেন ইমন ৭৭ রান যোগ করেন উদ্বোধনী জুটিতে। ইমন ৩৫ রান করে আউট হন। এরপর মাহিদুল অঙ্কন ৬ ও তৌহিদ হৃদয় ৪২ রান করে আউট হলে ১৪৩ রানে ৩ উইকেট হারায় 'বি' দল।

মৃত্যুঞ্জয় চৌধুরীকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ১০১ রান যোগ করেন নাঈম শেখ। অর্ধশতক তুলে নেন নাঈম শেখ। ৮৩ রান করে আউট হন তিনি। নাঈমের বিদায়ের পর অর্ধশতক তুলে নেন মৃত্যুঞ্জয়। ৫৮ রান করে আউট হন তিনি।

এরপর আর কোনো ব্যাটসম্যান দাঁড়াতে পারেনি। প্রথম ইনিংসে ২৬৬ রানে অলআউট হয় 'বি' দল। 'এ' দলের সুমন খান ও হাসান মুরাদ ৪টি এবং শফিকুল ইসলাম ও রাকিবুল হাসান ১টি করে উইকেট নেন।

এর আগে প্রথম দিনে আকবর আলীর সেঞ্চুরিতে ৭ উইকেটে ৪০৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করে 'এ' দল।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।