ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পিছিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২০
পিছিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

চলতি মাসের মাঝামাঝি সময়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ আয়োজনের পরিকল্পনা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে কর্পোরেট দল গঠনের জন্য স্পন্সর খোঁজা আর সম্প্রচার সত্ত্ব খোঁজার কারণে নির্ধারিত সময়ে এই টুর্নামেন্ট আয়োজন সম্ভব হচ্ছে বলে বলে আগেই ধারণা করা হচ্ছিল।

এবার সেটাই সত্য হলো। নির্ধারিত সময়ের পরই শুরু হবে বঙ্গবন্ধু ট-টোয়েন্টি কাপ।

মঙ্গলবার (০৩ নভেম্বর) মিরপুরে সাংবাদিকদের একথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

প্রধান নির্বাহী বলেন, 'পেছানোর না, আমাদের যেভাবে প্ল্যান করা আছে যে, নভেম্বরের ২০ তারিখের দিকে, এর মধ্যেই আমরা শুরু করব।  ২০, ২১, ২২ এর মধ্যে কোনো একটা সময়, আই থট আমরা প্ল্যান করেই এগোচ্ছি। সেভাবেই আমরা চাচ্ছি যে সিডিউলটা আমরা যেভাবে ঠিক করে যতটুকু সময় পাওয়া যায় এর মধ্যে মাঠ ও অন্যান্য কিছু ব্যাপার আছে। সবকিছু কনসিডার করেই আমরা এগোচ্ছি। '

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।