ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিবের ফিটনেস ভালো ছিল: সালাউদ্দিন

স্পোর্টস করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২০
সাকিবের ফিটনেস ভালো ছিল: সালাউদ্দিন সাকিব আল হাসান

সব ধরনের ক্রিকেট থেকে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে গেছে গত ২৮ অক্টোবর। এখন অপেক্ষা ৩৩ বছর বয়সী অলরাউন্ডারের মাঠে ফেরার।

 

তবে এক বছর মাঠের বাইরে থাকায় সাকিবের মানিয়ে নিতে একটু সময় লাগতে পারে। মাঝে শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে আমেরিকা থেকে দেশে ফিরে বিকেএসপিতে গুরু মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে ফিটনেস নিয়ে কাজ করেছিলেন তিনি। তবে সালাউদ্দিন মনে করেন, সাকিবের ফিটনেসের অবস্থা ভালো ছিল।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) মিরপুরে সাংবাদিকদের একথা জানান সালাউদ্দিন। চলতি মাসে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে আবার মাঠে ফিরবেন সাকিব। এই টুর্নামেন্টে খেলতে হলে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট দিয়ে তারপর খেলতে হবে। সালাউদ্দিন মনে করে সাকিবের ফিটনেসের অবস্থা ভালো। তাই এই ফিটনেস টেস্ট সাকিবের জন্য বেশ সহজ হবে।  

সালাউদ্দিন বলেন, 'ভালো লাগতেছে যে, সে আবার ক্রিকেট খেলা শুরু করবে। আমেরিকাতে কি করেছে তা তো জানিনা। কিন্তু আগে যখন ছিল তখন ফিটনেস খুব ভালো অবস্থায় ছিল। যদি আমেরিকাতে ফিটনেস নিয়ে কাজ করে থাকে আমার মনে হয় তার জন্য সুবিধা হবে ফিটনেস টেস্টে পাশ করার ব্যাপারে। খেলা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন না, আজ হোক কাল হোক সে আগের জায়গায় ফিরে আসবে। '

বৃহস্পতিবার রাতে আমেরিকা থেকে দেশে ফেরার কথা রয়েছে বিশ্বরেসরা অলরাউন্ডারের। দেশে ফিরে সাকিবকে নিয়ে অনুশীলনের কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নে সালাউদ্দিন বলেন, 'এ নিয়ে আমার সঙ্গে এখনও কোনো কথা হয়নি। যেহেতু এখন সে বোর্ডের অধীনে, বোর্ডের সঙ্গে আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত নেবে কীভাবে অনুশীলন করবে। সত্যি কথা বলতে, আমার সঙ্গে এ বিষয়ে কোনো কথা হয়নি। সর্বশেষে ৫-৭ দিন আগে অন্য বিষয়ে কথা হয়েছে কিন্তু খেলা নিয়ে কোনো কথা হয়নি। '

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।