ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিব-মাহমুদউল্লাহ খুলনায়, বরিশালে তামিম, মুশফিক ঢাকায়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
সাকিব-মাহমুদউল্লাহ খুলনায়, বরিশালে তামিম, মুশফিক ঢাকায়

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপকে সামনে রেখে আজ (১২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে। যেখানে সাকিব আল হাসান ও মাহদুউল্লাহ রিয়াদকে জেমকন খুলনা নিয়েছে।

জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ফর্চুন বরিশালে গেছেন। আর মুশফিকুর রহিম বেক্সিমকো ঢাকাতে ডাক পেয়েছেন। মোস্তাফিজুর রহমান গাজী গ্রুপ চট্টগ্রামে সুযোগ পেয়েছেন। এরা সবাই ‘এ’ গ্রেডের ক্রিকেটার।

‘বি’ গ্রেডে থাকা পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে দলে নিয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। এই দলে নেওয়া হয়েছে মোহাম্মদ আশরাফুলকেও।

এছাড়া বরিশালে নেয়া হয়েছে তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব ও ইরফান শুক্কুরকে। চট্টগ্রাম লিটন দাস, মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকারকে নিয়েছে। মুশফিকের পাশাপাশি ঢাকায় রয়েছেন রুবেল হোসেন।

ড্রাফটে মোট ১৫৭ ক্রিকেটার তালিকায় রয়েছেন। এ, বি, সি, ডি এই চারটি গ্রেডে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের।

সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া 'এ' গ্রেডে রয়েছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম এবং মোস্তাফিজুর রহমান।

দেখে নিন সব দলের চূড়ান্ত স্কোয়াড

জেমকন খুলনা: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, আল আমিন হোসেন, হাসান মাহমুদ, শামীম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, শহীদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হোসেন, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন, জহুরুল ইসলাম অমি।

বেক্সিমকো ঢাকা: মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, নাঈম শেখ, নাঈম হাসান, আকবর আলী, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলি, সাব্বির রহমান, মেহেদি হাসান রানা, মুক্তার আলি, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ, রবিউল ইসলাম রবি।

ফর্চুন বরিশাল: তামিম ইকবাল, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, ইরফান শুক্কুর, মেহেদি মিরাজ, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম, সোহরাওয়ার্দি শুভ।

মিনিস্টার গ্রুপ রাজশাহী: মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মোহাম্মদ আশরাফুল, ফরহাদ রেজা, আরাফাত সানি, ইবাদত হোসেন, ফজলে রাব্বি, রনি তালুকার, আনিসুল ইসলাম ইমন, রেজাউর রহমান, জাকের আলি অনিক, রকিবুল হাসান সিনিয়র, মুকিদুল ইসলাম মুগ্ধ, সানজামুল ইসলাম।

গাজী গ্রুপ চট্টগ্রাম: লিটন দাস, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, জিয়াউর রহমান, শামসুর রহমান শুভ, নাহিদুল ইসলাম, সৈকত আলি, মুমিনুল হক, রাকিবুল হাসান জুনিয়র, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয়, মেহেদি হাসান।

'এ' গ্রেডের ক্রিকেটারদের পারিশ্রমিক ধরা হয়েছে ১৫ লাখ টাকা, 'বি; গ্রেডে ১০ লাখ টাকা, 'সি' গ্রেডের ৬ লাখ টাকা এবং 'ডি' গ্রেডের পারিশ্রমিক ধরা হয়েছে ৪ লাখ টাকা। একটি দল সর্বোচ্চ ১৬ জন ক্রিকেটার দলে নিতে পারবে।

এই তালিকায় ইনজুরিতে পড়া মাশরাফি বিন মর্তুজার নাম নেই। তবে সুস্থ হলে তার খেলতে কোনো বাধা নেই। ড্রাফটে 'এ' গ্রেডে ৫ জন, বি গ্রেডে ২১ জন, সি গ্রেডে ২৩ জন ও ডি গ্রেডে ১০৮ জন ক্রিকেটার রয়েছেন।

চলতি নভেম্বরের তৃতীয় সপ্তাহের ২১ বা ২২ তারিখ শুরু হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত এই টুর্নামেন্ট। অংশ নেবে ৫টি বিভাগকে প্রতিনিধিত্বকারী ফর্চুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, এবং গাজী গ্রুপ চট্টগ্রাম।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
এমএমএস/আরএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।