ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এক সপ্তাহের বিশ্রামে সাইফউদ্দিন

স্পোর্টস করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
এক সপ্তাহের বিশ্রামে সাইফউদ্দিন ইনজুরিতে পড়েছেন সাইফউদ্দীন। ছবি: শোয়েব মিথুন

গোঁড়ালির ইনজুরিতে পড়েছেন মিনিস্টার গ্রুপ রাজশাহীর অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। রোববার (২২ নভেম্বর) সকালে অনুশীলনে ফুটবল খেলার সময় গোঁড়ালিতে চোট পান তিনি।

 

তবে নতুন খবর হল, সাইফউদ্দিনকে এক সপ্তাহের বিশ্রামে রাখা হয়েছে। তাই নিশ্চিতভাবেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম তিন ম্যাচ খেলতে পারবেন না তিনি।  

সোমবার (২৩ নভেম্বর) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন মিনিস্টার গ্রুপ রাজশাহীর ম্যানেজার হান্নান সরকার। তিনি জানিয়েছেন, এই সময়টা সাইফউদ্দিন পুরোপুরি মাঠের বাইরে থাকবেন। তবে ঘরে কিছু পায়ের কাজে করবেন তিনি।

হান্নান সরকার বলেন, 'সাইফউদ্দিনকে এক সপ্তাহের বিশ্রামে রাখা হয়েছে। মাঠের সব ধরনের কাজ বন্ধ তার। ঘরে কিছু কাজ করবেন তিনি। এক সপ্তাহ পর বোঝা যাবে তিনি কবে মাঠে ফিরতে পারবেন। তাই আমরা প্রথম তিন ম্যাচে তাকে পাচ্ছি না। '

মঙ্গলবার (২৪ নভেম্বর) উদ্বোধনী ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষে মাঠে নামবে মিনিস্টার গ্রুপ রাজশাহী।

মিনিস্টার গ্রুপ রাজশাহী দল: মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান, জাকির আলী অনিক, রাকিবুল হাসান (সিনিয়র), মুকিদুল ইসলাম মুগ্ধ ও সানজামুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
আরএআর/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।