ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অজি ক্রিকেটারদের সঙ্গে লিফটেও জায়গা হতো না ভারতীয়দের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
অজি ক্রিকেটারদের সঙ্গে লিফটেও জায়গা হতো না ভারতীয়দের

সদ্য অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে দেশে ফিরেছে ভারতীয় ক্রিকেট দল। চার ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় দলটি।

তবে এই সফরে বেশ তিক্ত অভিজ্ঞতা হয় টিম ইন্ডিয়ার। মাঠ ও মাঠের বাইরে বার বার বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বলে অভিযোগ তুলেছে ভারত।

তবে এবার আরও বড় বোমা ফাটালেন ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে ফিল্ডিং কোচ আর শ্রীধরের সঙ্গে কথোপকথনে এই তারকা জানিয়েছেন, সিডনিতে লিফটের ভিতরে অস্ট্রেলীয় ক্রিকেটারেরা থাকলে, তাদের ঢুকতে দেওয়া হত না।

অশ্বিন বলেন, ‘আমরা সিডনি পৌঁছনো মাত্র কঠোরতম সব নিষেধাজ্ঞা আমাদের ওপরে চাপিয়ে দেওয়া হয়। কার্যত বন্দি করে ফেলা হয় আমাদের। খুব অবাক করার মতো একটা অভিজ্ঞতাও হয়েছিল আমাদের। অস্ট্রেলীয় খেলোয়াড়েরা যখন লিফটের ভেতরে থাকত, আমাদের প্রবেশ করতে দেওয়া হত না। ’ 

এই অফস্পিনার যোগ করেন, ‘ঘটনাটা খুব বিস্মিত করার মতো। দু’টো দলই তো একই জৈব সুরক্ষা বলয়ে ছিল। সত্যি কথা বলতে কী, আমাদের সকলকেই খুব অবাক করেছিল এই নিষেধাজ্ঞা। ’

অশ্বিন জানিয়েছেন, বিশেষ করে সিডনিতে যে রকম আচরণ তাদের সঙ্গে করা হচ্ছিল, তাতে ভারতীয় ক্রিকেটারদের খুবই খারাপ লেগেছিল। প্রসঙ্গত, সিডনিতেই টেস্ট ম্যাচ চলার মধ্যে গ্যালারি থেকে বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয় সিরাজ, বুমরাহদের উদ্দেশে।

অশ্বিন আরও বলেন, ‘মেলবোর্নে প্রচুর নাটক হল। অস্ট্রেলিয়ায় যখন আমরা এসেছিলাম, তখন কিন্তু বলা হয়েছিল ইতোমধ্যেই আমরা আইপিএলের জৈব সুরক্ষা বলয়ে থেকে এসেছি। তাই খুব কঠোর কোয়ারেন্টিনে থাকতে হবে না। ১৪ দিনের কোয়ারেন্টিনের পরে আমরা কফি পান করতে যেতে পারি, সিনেমা দেখতে যেতে পারি, বাইরে যাওয়ার উপরে কোনও নিষেধাজ্ঞা ছিল না। সে রকমই আমাদের বলা হয়েছিল। ’

কিন্তু দ্রুত পরিস্থিতি পাল্টে যেতে থাকে মেলবোর্নে ভারত জেতার পরে। অশ্বিনের কথায়, ‘সিরিজ ১-১ হতেই সব কিছু পাল্টে গেল। তখনই আমাদের বলে দেওয়া হল, হোটেলের ঘর থেকে নড়াচড়া করা যাবে না। এত সময় ধরে কী করে হোটেলের ঘরে বন্দি থাকা সম্ভব? আমি অস্ট্রেলিয়াতে পরিবার নিয়ে গিয়েছিলাম। আমার বাচ্চারা কান ঝালাপালা করে দিচ্ছিল বাইরে বের হবে বলে। সেই সময়টা সত্যিই খুব কঠিন ছিল আমাদের জন্য। ’

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।