ক্রমেই গুছিয়ে উঠতে থাকা বাংলাদেশ হারালো দ্বিতীয় উইকেট। ওপেনার সাদমান ইসলামের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউটের শিকার হয়েছেন নাজমুল হোসেন শান্ত।
উইন্ডিজের জার্সিতে অভিষেক টেস্ট খেলতে নামা মায়ার্সের করা ইনিংসের ২৪তম ওভারের প্রথম বলেই আলটো টোকায় ফাইন লেগে বল পাঠান সাদমান। প্রথম ১ রান নিলেও দ্বিতীয় রান নেওয়ার পথে ভুল বোঝাবুঝির পর ক্রিজে ফিরতে গিয়ে রান আউট হন শান্ত। বিদায়ের আগে ২৫ রান আসে শান্তর ব্যাট থেকে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসের ২৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬৯ রান।
এর আগে শুরুতে ব্যাটিংয়ে নেমে তামিম ইকবালের (৯) উইকেট হারায় বাংলাদেশ। ক্যারিবীয় ফাস্ট বোলার কেমার রোচের করা ইনিংসের পঞ্চম ওভারে বোল্ড হয়ে ফিরেছেন বাঁহাতি ওপেনার।
রোচের লেন্থ বলে শট খেলতে এগিয়ে এসেছিলেন তামিম। কিন্তু দ্রুতগতির বল তার ব্যাট ও প্যাডের ফাঁক গলে স্ট্যাম্প ভেঙে দেয়। আউট হওয়ার আগে বাংলাদেশের হয়ে টেস্টের সর্বাধিক রান সংগ্রাহক বনে যান তামিম। পেছনে ফেলেন মুশফিকুর রহিমকে। তামিমের রান ৪৪১৪। মুশফিকের ৪৪১৩। তবে মুশফিকের সামনে ফের এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমে টস জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।
বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজের একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, এনক্রুমাহ বোনার, জার্মেইন ব্ল্যাকউড, জশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), কাইল মায়ার্স, রাকিম কর্নওয়াল, শাইনে মোসলে, জোমেল ওয়ারিক্যান, কেমার রোচ এবং শ্যানন গ্যাব্রিয়েল।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২১
এমএইচএম