ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের ঘুরে দাঁড়ানোর পর বৃষ্টির হানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২১
পাকিস্তানের ঘুরে দাঁড়ানোর পর বৃষ্টির হানা ছবি: সংগৃহীত

প্রথম সেশনটা দক্ষিণ আফ্রিকার। এরপর দ্বিতীয় সেশনে শুরু পাকিস্তানের ঘুরে দাঁড়ানোর।

কিন্তু লড়াই জমে উঠার আগেই বৃষ্টি হানায় আগেভাগেই শেষ হয়ে গেল প্রথম দিনের খেলা।  

রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান। কিন্তু প্রথম সেশনেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় স্বাগতিক দল। ২ উইকেট যায় প্রোটিয়া পেসার নরকিয়ার ঝুলিতে এবং বাকি উইকেট নেন স্পিনার কেশব মহারাজ। ৩ উইকেট হারিয়ে ১৪৫ রান নিয়ে দিন শেষ করে পাকিস্তান।

দ্বিতীয় সেশনেই শুরুর ধাক্কা কাটিয়ে উঠতে শুরু করে পাকিস্তান। আরও একবার পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলার কাছে পৌঁছে গেছেন দারুণ ফর্মে থাকা ফাওয়াদ আলম (৪২*)। অন্যদিকে স্বাগতিক অধিনায়ক বাবর আজম (৭৭*) ছুটছেন সেঞ্চুরির দিকে। দুজনে মিলে ৪৩ ওভারের বেশি সময় ক্রিজে কাটিয়ে যোগ করেন ১২৩ রান।

পাকিস্তান যখন ক্রমেই ঘুরে দাঁড়িয়ে বড় সংগ্রহের পথে ছুটছিল ঠিক তখনই বৃষ্টি হানা দেয় রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। সবমিলিয়ে বৃষ্টির পেটে চলে যায় ৩২ ওভার। দিনে খেলা হয়েছে ৫৮ ওভার, এর মধ্যে একাই ২৫ ওভার বল করেছেন মহারাজ।  

সিরিজে এখন পর্যন্ত ১-০ ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।