ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

১৪ বছর পর আয়ারল্যান্ডে ঐতিহাসিক সফরে যাচ্ছে দ. আফ্রিকা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
১৪ বছর পর আয়ারল্যান্ডে ঐতিহাসিক সফরে যাচ্ছে দ. আফ্রিকা

প্রথমবারের মতো ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক সীমিত ওভারের সিরিজ আয়োজন করছে আয়ারল্যান্ড। এবারই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দেশটিতে যাবে প্রোটিয়ারা।

 

এর আগে ২০০৭ সালে বেলফাস্টে একটি মাত্র ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছিল দু’দল। এবার আইরিশদের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলবে দ. আফ্রিকা। সময়সূচি অনুযায়ী, জুলাইয়ে আয়ারল্যান্ড সফরে যাবে প্রোটিয়ারা।  

১১-২৫ জুলাই পর্যন্ত চলবে এই সিরিজ। যার মধ্যে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের (সিডব্লিউসিএসএল) অংশ হিসেবে ওয়ানডে সিরিজ খেলবে দু’দল।  

এই সফর সম্পর্কে সোমবার (১৫ ফেব্রুয়ারি) ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) ডিরেক্টর অব ক্রিকেট গ্রায়েম স্মিথ জানান, ‘আমরা এই সফরের সূচি চূড়ান্ত করতে পেরে অত্যন্ত আনন্দিত। এই সহযোগিতার জন্য ক্রিকেট আয়ারল্যান্ডকে ধন্যবাদ। ’ 

ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিওট্রামও ধন্যবাদ জানিয়েছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে। তিনি বলেন, ‘১৪ বছর পর দক্ষিণ আফ্রিকা এই সফরে আসতে রাজি হওয়ায় তাদেরকে স্বাগতম। ’ 

দ.আফ্রিকা ছাড়াও জিম্বাবুয়ের বিপক্ষে সীমিতি ওভারের সিরিজ ঘোষণা করেছে বোর্ড অব ক্রিকেট আয়ারল্যান্ড। ৬ আগস্ট থেকে শুরু হবে সিরিজ।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।