শেষ হলো আইপিএল-২০২১ এর নিলাম প্রক্রিয়া। এবারের নিলামে তোলা হয় ২৯১ ক্রিকেটারকে।
চেন্নাইয়ে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় শুরু হয় নিলাম।
তবে নিলাম শুরুর আগে বিদেশি ক্রিকেটারের কোটা বাকি ছিল মাত্র ২২ জনের। ফলে ১২৮ জন বিদেশি ক্রিকেটারের মধ্যে কমপক্ষে ১০৬ জনই দল পাননি আর ভারতীয় ১৬৪ ক্রিকেটারের মধ্যে দল পাওয়ার সুযোগ ছিল সর্বোচ্চ ৬১ জনের।
এবারের আসরে রেকর্ড দামে প্রোটিয়া অলরাউন্ডার ক্রিস মরিসকে কিনে নেয় রাজস্থান রয়্যালস। ১৬ কোটি ২৫ লাখ রুপিতে বিক্রি হওয়া মরিস এখন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়ে পরিণত হয়েছেন। তার ভিত্তি মূল্য ছিল মাত্র ৭৫ লাখ রুপি। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ কোটি রুপিতে কাইল জেমিয়েসনকে কিনেছে রয়্যালস চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
দেখে নেওয়া যাক কে কোন দল পেলেন:
১। কলকাতা নাইট রাইডার্স: সাকিব আল হাসান (৩.২০ কোটি রুপি), শেল্ডন জ্যাকসন (২০ লাখ রুপি), করুণ নায়ার (৫০ লাখ রুপি), হরভজন সিং (২ কোটি রুপি), বেন কাটিং (৭৫ লাখ রুপি), ভেঙ্কটেশ আইয়ার (২০ লাখ রুপি), পবন নেগি (৫০ লাখ রুপি)।
২। রাজস্থান রয়েলস: শিবম দুবে (৪.৪ কোটি রুপি), ক্রিস মরিস (১৬.২৫ কোটি রুপি, মোস্তাফিজুর রহমান (১ কোটি রুপি), চেতন শাকারিয়া (১ কোটি রুপি), কে সি কারিয়াপ্পা (২০ লাখ রুপি), লিয়াম লিভিংস্টোন (৭৫ লাখ রুপি), কুলদীপ যাদব (২০ লাখ রুপি), আকাশ সিং (২০ লাখ রুপি)।
৩। মুম্বাই ইন্ডিয়ান্স: অ্যাডাম মিলনে (৩.২০ কোটি রুপি), নাথান কোল্টার-নাইল (৫ কোটি রুপি), পীযূষ চাওলা (২.৪০ কোটি রুপি), জিমি নিশাম (৫০ লাখ রুপি), যুধবীর চড়ক (২০ লাখ রুপি), অর্জুন টেন্ডুলকার (২০ লাখ রুপি)।
৪। দিল্লি ক্যাপিটালস: স্টিভ স্মিথ (২.২০ কোটি রুপি), উমেশ যাদব (১ কোটি রুপি), বিষ্ণু বিনোদ (২০ লাখ রুপি), লুকমান হুসেন মারিওয়ালা (২০ লাখ রুপি), এম সিদ্ধার্থ (২০ লাখ রুপি)।
৫। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: গ্লেন ম্যাক্সওয়েল (১৪.২৫ কোটি রুপি), শচীন বেবি (২০ লাখ রুপি), রজত পাতিদার (২০ লাখ রুপি), কাইল জেমিসন (১৫ কোটি রুপি), টম কারেন (৫.২৫ কোটি রুপি), ড্যান ক্রিশ্চিয়ান (৪.৮০ কোটি রুপি), কেশর ভরত (২০ লাখ রুপি)।
৬। পাঞ্জাব কিংস: রিজার্ডসন (১৪ কোটি রুপি), শাহরুখ খান (৫.২৫ কোটি রুপি, রিলে মেরেডিথ (৮ কোটি রুপি), মোজেস হেনড্রিকস (৪.২০ কোটি রুপি), জলজ সাক্সেনা (৩০ লাখ রুপি), উৎকর্ষ সিং (২০ লাখ রুপি), ফ্যাবিয়েল অ্যালেন (৭৫ লাখ রুপি)।
৭। চেন্নাই সুপার কিংস: মঈন আলী (৭ কোটি রুপি), কৃষ্ণাপ্পা গৌতম (৯.২৫ কোটি রুপি), চেতেশ্বর পূজারা (৫০ লাখ রুপি), ভগত ভার্মা (২০ লাখ রুপি), হরি নিশান্ত (২০ লাখ রুপি),
৮। সানরাইজার্স হায়দ্রাবাদ: জগদিশ সুচিথ (৩০ লাখ রুপি), মুজিব জাদরান (দেড় কোটি রুপি), কেদার যাদব (২ কোটি রুপি)।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
এমএইচএম