ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাত্র ২ দিনেই জিম্বাবুয়ের কাছে টেস্ট হারলো আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, মার্চ ৩, ২০২১
মাত্র ২ দিনেই জিম্বাবুয়ের কাছে টেস্ট হারলো আফগানিস্তান

কাকতালীয় না হলেও বিষয়টা আশ্চর্যের বটে। পরপর দু’টি টেস্টের ফলাফল মীমাংসা হয়েছে মাত্র দুই দিনেই।

 

ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট শেষ হয়ে যায় দ্বিতীয় দিন শেষ হওয়ার আগেই। তার জন্য আহমেদাবাদের মোতেরার পিচকে দাঁড় করানো হয়েছে কাঠগড়ায়। এবার একই ঘটনার জন্ম হলো আবুধাবিতে।  

আফগানিস্তান বনাম জিম্বাবুয়ের সিরিজের প্রথম টেস্টও শেষ হলো ম্যাচের আরও তিনদিন বাকি থাকতে। দ্বিতীয়দিন শেষ হওয়ার ঘণ্টাখানেক আগে বড় জয় তুলে নিয়েছে জিম্বাবুয়েনরা। ১০ উইকেটের দাপুটে জয়ে দুই টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারী দল।  

দ্বিতীয় ইনিংস শেষে আফগানরা টার্গেট দাঁড় করাতে পারে মাত্র ১৭ রানের। মামুলি এই রান তাড়া করতে জিম্বাবুয়ের লেগেছে মাত্র ৩.২ ওভার। স্কোরবোর্ডে ১৭ রান তুলে জয় নিয়ে মাঠ ছাড়েন দুই অপরাজিত ওপেনার প্রিন্স মাসভাউরে (৫) ও কেভিন কাসুজা (১১)।  

জিম্বাবুয়ের বোলিং নৈপুণ্যের সামনে আফগানিস্তান প্রথম ইনিংসে গুটিয়ে যায় মাত্র ১৩১ রানে। দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। ওপেনার ইব্রাহিম জাদরানের ব্যাট থেকে ৭৬ রান এলেও বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় এবার তারা দ্বিতীয় ইনিংসে থামে ১৩৫ রান।  

আবুধাবি টেস্টের প্রথম ইনিংসে অধিনায়ক শন উইলিয়ামসের দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে জিম্বাবুয়ে করে ২০৫ রান। ৫ উইকেটে ১৩৩ রান নিয়ে দ্বিতীয়দিন শুরু করেছিল তারা। বুধবার (০৪ মার্চ) সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ স্টেডিয়ামে দিন শুরু করে দুর্দান্ত ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি উদযাপন করেন জিম্বাবুয়েন অধিনায়ক। এ নিয়ে পরপর দুই টেস্টে সেঞ্চুরি পেলেন উইলিয়ামসন।  

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান প্রথম ইনিংস: ১৩১/১০ (ইব্রাহিম জাদরান ৩১, আফসার জাজাই ৩৭, আমির হামজা ১৬* ; ব্লেসিং মুজারবানি ৪/৪৮, ভিক্টর নিয়াচি ৩/৩৪)

জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ২৫০/১০ (শন উইলিয়ামস ১০৫, সিকান্দার রাজা ৪৩, রেগিস চাকাভা ৪৪, সিকান্দার রাজা ৪৩*; আমির হামজা ৬/৭৫, জহির খান ২/৮১)

আফগানিস্তান দ্বিতীয় ইনিংস: ১৩৫/১০ (ইব্রাহিম জাদরান ৭৬, আমির হামজা ২১* আসগর আফগান ১৪; ভিক্টর নিয়াচি ৩/৩০, ডোনাল্ড তিরিপানো ৩/২৩)

জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস: ১৩/০ (প্রিন্স মাসভাউরে ৫*, কেভিন কাসুজা ১১*)

ফল: জিম্বাবুয়ে ১০ উইকেটে জয়ী। ম্যাচ সেরা: শন উইলিয়ামস।  

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মার্চ ০৩, ২০২১
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।