ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করলেন তামিম-ডমিঙ্গোরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২১
করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করলেন তামিম-ডমিঙ্গোরা

গত ফেব্রুয়ারিতে করোনার টিকার প্রথম ডোজ নেওয়ার প্রায় দুই মাস পর দ্বিতীয় ডোজ গ্রহণ করলেন বাংলাদেশ দলের ক্রিকেটার, প্রধান কোচ ও স্টাফরা।

শনিবার শ্রীলঙ্কা সফরের দলে থাকা ক্রিকেটার ও স্টাফরা করোনার টিকা গ্রহণ করেছেন।

শ্রীলঙ্কা সফরের জন্য শুক্রবার ২১ সদস্যে দল স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ২১ সদস্য আজ টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। এর আগে গত ফেব্রুয়ারি মাসেই নিউজিল্যান্ডে সফরে যাওয়া ক্রিকেটাররা করোনার টিকার প্রথম ডোজ গ্রহণ করেছিলেন।

আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশে ক্রিকেটাররা দেশ ত্যাগ করবেন। এই সফরকে সামনে রেখে আজ করোনার টিকা নিয়েছেন তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, শরিফুল ইসলাম, ক্রিকেট অপারেশন্সের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফীস, প্রধান কোচ রাসেল ডমিঙ্গোসহ পুরো কোচিং, বিসিবির স্টাফসহ মোট ২৯ জন। তারা সকলেই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নিয়েছেন।

টিকা গ্রহণের পরে তাসকিন আহমেদ বলেন, ‘আমরা একটা সফরে যাওয়ার আগেও দিয়েছিলাম আবার ফিরে এসে দ্বিতীয় ডোজ দিতে পারলাম, খুব ভালো লাগছে। মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ আমাদের এই সুযোগ দেওয়ার জন্য। ’

শ্রীলঙ্কা সফরের ব্যাপারে এই ডানহাতি পেসার বলেন, ‘সবাই দোয়া করেন আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে। সেরাটা দিয়ে খেলতে পারলে ভালো কিছু হবে ইনশা-আল্লাহ। প্রস্তুতি ভালোই হয়েছে। ওখানে গিয়েও সময় পাবো কিছুদিন, আশা করি ভালো কিছু হবে। ’

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।