ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

একাদশে সাকিব, টসে হেরে ব্যাটিংয়ে কলকাতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
একাদশে সাকিব, টসে হেরে ব্যাটিংয়ে কলকাতা

সাকিব আল হাসান নাকি সুনীল নারাইন, কে থাকবেন আসরে কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচের একাদশে? অবশেষে প্রশ্নের উত্তর মিললো। ক্যারিবীয় স্পিনারকে নয়, বিশ্বসেরা অলরাউন্ডারকেই বেছে নিয়েছে শাহরুখ খানের দল।

রোববার রাতে আইপিএলের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামে কলকাতা। চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টসে জিতে কলকাতাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে হায়দরাবাদ।  

ম্যাচের আগেই সাকিবের একাদশে থাকার ব্যাপারে ইঙ্গিত দিয়ে রেখেছিলেন কলকাতার অধিয়ানায়ক ইয়ন মরগ্যান। তার মতে, কলকাতা নাইট রাইডার্স শিবিরে সাকিব ভারসাম্য এনেছেন। সাকিবের দলের জন্য সম্পদ এবং তার অলরাউন্ডিং ভূমিকা দলকে করেছে সমৃদ্ধ। তার কথার প্রতিফলন দেখা গেল কলকাতার একাদশ বাছাইয়েও। অর্থাৎ সাকিব একাদশে আছেন, বাদ পড়েছেন নারাইন। সাকিব ছাড়াও বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন হরভজন সিং।  

এবারের আইপিএলের নিলামে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে কলকাতা। এই ফ্র্যাঞ্চাইজির হয়েই আইপিএল ক্যারিয়ার শুরু হয়েছিল বিশ্বসেরা অলরাউন্ডারের। ২০১২ এবং ২০১৪ সালে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে শিরোপা জেতার স্বাদও পেয়েছেন তিনি। সর্বশেষ হায়দরাবাদের হয়ে খেলা সাকিব আইপিএল ক্যারিয়ারে ৫৯ উইকেট নেওয়ার পাশাপাশি ৭৪৬ রান করেছেন।  

কলকাতা নাইট রাইডার্সের একাদশ: শুভমান গিল, রাহুল ত্রিপাঠী, নিতিশ রানা, ইয়ন মরগ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, প্যাট কামিন্স, হরভজন সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, বরুণ চতুর্বেদী।

সানরাইজার্স হায়দরাবাদের একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), মনিশ পান্ডে, বিজয় শঙ্কর, আবদুল সামাদ, মোহাম্মদ নবি, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, সন্দ্বীপ শর্মা।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।