ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

একাদশে তিন পেসার, টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
একাদশে তিন পেসার, টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ দল। টাইগারদের একাদশ সাজানো হয়েছে তিন পেসার নিয়ে।

বুধবার ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল।  

সাম্প্রতিক ম্যাচগুলোর বিবেচনায় এই ম্যাচে বেশ ইতিবাচক একাদশ গড়েছে টাইগাররা। দলে আছেন তিন পেসার- তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি এবং ইবাদত হোসেন। স্পিনার আছেন ২ জন-মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। অবশ্য অলরাউন্ডারের ভূমিকাতেও থাকছেন মেহেদী হাসান মিরাজ।

অন্যদিকে শ্রীলঙ্কার একাদশে ফিরেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ওয়েস্ট ইন্ডিজ সফর মিস করা এই অলরাউন্ডার দীনেশ চান্ডিমালের জায়গায় ঢুকেছেন। ফিরেছেন লাহিরু কুমারাও। স্বাগতিকরাও দলে তিন পেসার রেখেছে। তবে বিশেষজ্ঞ স্পিনার মাত্র একজন, ধনঞ্জয়া ডি সিলভা।

প্রথম টেস্টের বাংলাদেশ একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল, আবু জায়েদ চৌধুরি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, সাইফ হাসান।

প্রথম টেস্টের শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, ওশাদা ফার্নান্দো, পাথুম নিশাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।