ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

করোনা আতঙ্কে ব্যক্তিগত প্লেন চাইলেন আরেক অজি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২১
করোনা আতঙ্কে ব্যক্তিগত প্লেন চাইলেন আরেক অজি ক্রিকেটার

করোনা ভাইরাসের প্রোকোপে দিশেহারা ভারত। আর এই মুহূর্তে জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে থাকলেও অস্বস্তিতে রয়েছে আইপিএলে খেলা বিদেশি ক্রিকেটাররা।

বিশেষ করে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের একের পর এক খবর শোনা যাচ্ছে।

এবার মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যান ক্রিস লিন ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে আবেদন জানিয়েছেন, আইপিএল শেষ হলে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের জন্য ব্যক্তিগত প্লেনের ব্যবস্থা করতে।

এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লিন বলেন, ‘আমরা আইপিএল খেললে অস্ট্রেলিয়া বোর্ড যে চুক্তির ১০ শতাংশ টাকা পায়, সেই টাকায় ব্যক্তিগত প্লেনের ব্যবস্থা করা সম্ভব কি না জানতে চেয়েছি বোর্ডের কাছে। ’

আইপিএলের বিভিন্ন দলে একাধিক অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা রয়েছেন। দিল্লি ক্যাপিটালস দলে আবার কোচ হিসেবে রয়েছেন রিকি পন্টিং। কলকাতা দলে রয়েছেন পেসার প্যাট কামিন্স।

লিন আরও বলেন, ‘আমি জানি অন্য অনেকের থেকে ভালো আছি আমরা। কিন্তু প্রচণ্ড কঠিন জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে হচ্ছে আমাদের, পরের সপ্তাহে হয়তো টিকাও পেয়ে যাব। ব্যক্তিগত প্লেন হলে যদি সরকার আমাদের ঢুকতে দেয়। আমি কোনো সংক্ষিপ্ত রাস্তা নেওয়ার কথা বলছি না। সব নিয়ম জেনেই আমরা সই করেছি। তবে প্রতিযোগিতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে যেতে পারলে ভালো হয়। ’

এদিকে লিনের এমন আবেদনে এখনও ক্রিকেট অস্ট্রেলিয়া কোনো জবাব দেয়নি। ভারতে মঙ্গলবারও ৩ লাখের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি খুব একটা স্বস্তি দিচ্ছে না আইপিএল খেলতে আসা বিদেশি ক্রিকেটারদের।

এর আগে তিন অজি ক্রিকেটার অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডচসন ও অ্যান্ড্রু টাই আইপিএল ছেড়ে গেছেন। এমনকি ভারতীয় ক্রিকেটার রবীচন্দ্রন অশ্বিনও টুর্নামেন্টকে বিদায় বলেছেন।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।