ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ধোনির চেন্নাইতেও করোনা আতঙ্ক, অনুশীলন বাতিল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, মে ৩, ২০২১
ধোনির চেন্নাইতেও করোনা আতঙ্ক, অনুশীলন বাতিল

ভারতজুড়ে করোনা ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। আর এই কোভিডের মাঝেও চলছে আইপিএল।

তবে এখন এই আসরটি নিয়েও করোনা আতঙ্ক বেড়েই চলছে।

এবার মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসে করোনা থাবা বসালো। এর আগে সোমবারই কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বরুণ চক্রবর্তী এবং পেসার সন্দীপ ওয়ারিয়র কোভিডে আক্রান্ত হওয়ার খবর এসেছিল।

চেন্নাই শিবিরে ভাইরাস হানার জেরে ইতোমধ্যে বাতিল করে দেওয়া হল সোমবারের অনুশীলন। জানা গেছে দলের প্রধান নির্বাহী কাশী বিশ্বনাথন, বোলিং প্রশিক্ষক লক্ষ্মীপতি বালাজি কোভিডে আক্রান্ত হয়েছেন। এছাড়া টিম বাসের চালক এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নিয়ম মাফিক তাদের আইসোলেশনে রাখা হয়েছে। যদিও ধোনির দল কিংবা আইপিএলের তরফ থেকে এই বিষয়ে অফিসিয়ালি ঘোষাণা করা হয়নি।

এর আগে করোনার জেরে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের ম্যাচ বাতিল হয়। কলকাতা শিবিরে দু’জন করোনায় আক্রান্ত হওয়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এবার ধোনির চেন্নাই এই ভাইরাসের জালে জড়িয়ে গেল।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, মে ০৩, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।